২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৬ টা, তুমুল বৃষ্টি হচ্ছে।যেখানে সারা দেশের মানুষ গভীর ঘুমে মগ্ন। সেখানে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শতাধিক মানুষের ঢল।
সবাই এসেছে দেশ রক্ষায় এবং পরিবেশ রক্ষায়। একসাথে শপথ করবে ঢাকাকে সবুজের শহর হিসেবে গড়বে। শপথ মঞ্চের অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশের পরিবেশ রক্ষার অন্যতম হাতিয়ার SkyFlora organization সাথে ছিলো Digital মানুষ।
তাদের এ মহৎ উদ্যোগে সকাল সাড়ে ৬ টায় শুরু হয় এই শপথ বাক্য অনুষ্ঠান। যেখানে সমাবেত হয়েছিল কয়েক শতাধিকেরও বেশি মানুষ এবং একসাথে শপথ করেছে ঢাকাকে সবুজের শহর হিসেবে গড়ে তোলার।
শপথ বাক্য অনুষ্ঠান শেষ হওয়ার পর SkyFlora সকল মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে কয়েক হাজার গাছের চারা। SkyFlora এবং Digital Manush এর এই মহৎ উদ্যোগটি সবসময় চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে এবং সকলকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছে।